খেলার নিয়ম


কুইজমাস্টার ক্যাম্পেইনে থাকবে-

  • • ডেইলি কুইজ
  • • স্পোর্টস কুইজ
  • • বাংলাদেশ কুইজ
  • • চ্যাম্পিয়ন অফ দা উইক

ডেইলি কুইজ খেলার নিয়ম কি?

  • • ডেইলি কুইজে ২ টি রাউণ্ড খেলা যাবে।
  • • প্রতিটি রাউণ্ড এ মোট ৬০টি প্রশ্ন থাকবে।
  • • ব্যবহারকারী ২৪ ঘণ্টায় দু'বার খেলতে পারেন।
  • • ব্যবহারকারী দিনে একবার জিততে পারবেন।
  • • কম সময়ে সবথেকে বেশি সঠিক উত্তরদাতা দের মধ্যে প্রথম ১০০ জন কে পুরুস্কার দেয়া হবে।
স্পোর্টস কুইজ খেলার নিয়ম কি?

  • • স্পোর্টস কুইজে ২ টি রাউণ্ড খেলা যাবে।
  • • স্পোর্টস বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, সঠিক উত্তর বেছে নিতে হবে।
  • • প্রতি রাউণ্ড এ মোট ৬০টি প্রশ্ন থাকবে।
  • • দুটি রাউণ্ড এর মধ্যে যে রাউণ্ড এর স্কোর বেশি সেটিই ফাইনাল স্কোর বলে গণ্য হবে।
  • • কম সময়ে সবথেকে বেশি সঠিক উত্তরদাতা দের মধ্যে প্রথম ৪৫ জন কে পুরুস্কার দেয়া হবে।

বাংলাদেশ কুইজ খেলার নিয়ম কি?

  • • বাংলাদেশ কুইজে ২ টি রাউণ্ড খেলা যাবে।
  • • বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, সঠিক উত্তর বেছে নিতে হবে।
  • • প্রতি রাউণ্ড এ মোট ৬০টি প্রশ্ন থাকবে।
  • • ব্যবহারকারী ২৪ ঘণ্টায় দুই রাউন্ড খেলতে পারবেন।
  • • ব্যবহারকারী খেলা দুই রাউন্ড এর মধ্যে যেটিতে বেশি স্কোর হবে সেটিই হবে তাঁর স্কোর। কেউ যদি এক রাউন্ড খেলে সেই রাউন্ড এর স্কোরই হবে তাঁর স্কোর।
  • • কম সময়ে সবথেকে বেশি সঠিক উত্তরদাতা দের মধ্যে প্রথম ২৫ জন কে পুরুস্কার দেয়া হবে।
চ্যাম্পিয়ন অফ দা উইক কুইজ খেলার নিয়ম কি?

  • • চ্যাম্পিয়ন অফ দা উইক প্রতি সপ্তাহে একবার অনুষ্ঠিত হবে।
  • • কুইজ মাস্টারের সকল নিয়মিত একটিভ ইউজার চ্যাম্পিয়ন অফ দা উইক কুইজে অংশগ্রহন করতে পারবেন।
  • • প্রতি শনিবার রাত ৮ থেকে ১১ এর মধ্যে চ্যাম্পিয়ন অফ দা উইক কুইজ অনুষ্ঠিত হবে। সব ইউজারেরা এই সময়ের মধ্যেই কুইজে অংশগ্রহণের সুযোগ পাবেন।
  • • চ্যাম্পিয়ন অফ দা উইক কুইজ এর সময়সীমা হবে ৩ মিনিট। প্রশ্ন থাকবে ৬০ টি। সর্বোচ্চ স্কোরার বিজয়ী হিসেবে ঘোষিত হবেন। সর্বোচ্চ স্কোরার যদি একাধিক জন হন সেই ক্ষেত্রে যিনি কম সময়ে স্কোর করেছেন তিনিই হবেন বিজয়ী।